রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের তত্ত্বাবধানে দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশের একটি দল গতকাল ১৩ই আগস্ট বিকালে পদ্মা নদীর দেবগ্রাম, দৌলতদিয়ার বেতকা রাখালগাছী ও কুশাহাটা এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।