যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে ।
এ উপলক্ষ্যে আজ ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন; সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ; সকাল ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও সকল মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত; সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা; সুবিধামতো সময়ে এতিমখানা ও সরকারী শিশু পরিবারের শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন এবং ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত রাজবাড়ী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বর, জেলা শিল্পকলা একাডেমী, নতুন বাজার বাসস্ট্যান্ড ও অন্যান্য উপজেলার দৃশ্যমান স্থানে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শন করা হবে।
এছাড়াও অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- গত ৯ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা; ১২ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপন ও গৃহীত বিভিন্ন কর্মসূচী প্রচার।
স্বাস্থ্যবিধি মেনে সকলকে কর্মসূচীসমূহে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।