ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-১৪ ১৫:০৭:০৩

যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে ।
  এ উপলক্ষ্যে আজ ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন; সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ; সকাল ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও সকল মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত; সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা; সুবিধামতো সময়ে এতিমখানা ও সরকারী শিশু পরিবারের শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন এবং ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত রাজবাড়ী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বর, জেলা শিল্পকলা একাডেমী, নতুন বাজার বাসস্ট্যান্ড ও অন্যান্য উপজেলার দৃশ্যমান স্থানে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শন করা হবে। 
  এছাড়াও অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- গত ৯ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা; ১২ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপন ও গৃহীত বিভিন্ন কর্মসূচী প্রচার।
  স্বাস্থ্যবিধি মেনে সকলকে কর্মসূচীসমূহে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।   

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ