ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার ফারুকের ১ম মৃত্যু বার্ষিকী আজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-১৫ ১৫:১৯:৫৯

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজুর সেজো ভাই বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সরোয়ার ফারুক রতনের প্রথম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার।
  ২০২১ সালের ১৬ই আগস্ট সকালে রাজধানী ঢাকার মালিবাগের বাসভবনে হঠাৎ হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে ও মেয়ে বর্তমানে অস্টেলিয়ার সিডনিতে অধ্যায়নরত। 
  সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী জানান, তার সুম্বন্ধী বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সরোয়ার ফারুক রতনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজবাড়ী ও ঢাকার একাধিক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
  সরোয়ার ফারুকের ভাগ্নি ও এমপি’র কন্যা কানিজ ফাতেমা চৈতী জানান, তার মামা সরোয়ার ফারুক রতন ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তার স্মৃতি এখনো বিদ্যমান। তিনি তার মামার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেন।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ