ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বাগমারায় জমির সাইনবোর্ড ভাংচুর॥ রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-১৬ ১৪:৪৭:৫৬

রাজবাড়ী সদর উপজেলার বাগমারায় শহীদ মুক্তিযোদ্ধা পুত্রের জমির সাইনবোর্ড ভাংচুরের ঘটনা ঘটেছে। 
  এ ব্যাপারে ভুক্তভোগী চঞ্চল কুমার দে গতকাল ১৬ই আগস্ট রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
  অভিযোগ সূত্রে প্রকাশ, রাজবাড়ী পৌরসভার ভবাণীপুর গ্রামের বাসিন্দা শহীদ মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র দে’র পুত্র চঞ্চল কুমার দে’র ওয়ারিশ সূত্রে প্রাপ্ত বাগমারা মৌজার সাবেক ১৬৭৬ ও বর্তমান বিএস ২৮৩৪ নং দাগের ২ প্রান্তে ২টি সাইনবোর্ড স্থাপন করা ছিল। গত ১৫ই আগস্ট রাত ৯টার দিকে উক্ত জমির বিপরীতে অবস্থিত ইটভাটার একজন শ্রমিক চঞ্চল কুমার দে’র মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে, রাত সাড়ে ৮টার দিকে অপরিচিত ৫-৭ জন লোক মোটর সাইকেল নিয়ে ওই জমিতে ঢুকে ১টি সাইনবোর্ড তুলে নিয়ে গেছে এবং আরেকটি সাইনবোর্ড ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিন্নভিন্ন করে রেখে গেছে। খবর পেয়ে চঞ্চল কুমার দে পরের দিন (গতকাল ১৬ই আগস্ট) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। এর আগে গত ০৯/০৬/২০১২ ইং তারিখে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা ওই জমিতে প্রবেশ করে চঞ্চল কুমার দে’র রোপণকৃত উন্নতজাতের শতাধিক শবরী কলা গাছ কেটে ক্ষতিসাধন করে। ওই ঘটনায় রাজবাড়ী থানায় অভিযোগ দায়ের ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এমতাবস্থায় উক্ত দুর্বৃত্তদের দ্বারা চঞ্চল কুমার দে ও তার পরিবারের যেকোন ধরনের ক্ষতিসাধনের আশংকা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ