ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় আইডিইবি’র সাধারণ সভায় নতুন কমিটি গঠন
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৮-১৬ ১৪:৫০:১৯
পাংশায় গতকাল মঙ্গলবার বিকেলে আইডিইবি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৬ই আগস্ট বিকেলে আইডিইবি’র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আইডিইবি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। 
  নতুন কমিটিতে তপন কুমার বিশ্বাস পুনরায় সভাপতি এবং মোঃ সাইফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ হোসেন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সিদ্দিকুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সাজ্জাদ হোসেন শিকদার  নির্বাচিত হয়েছেন।
  জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার সময় পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাংশা উপজেলা আইডিইবি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
  তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আইডিইবি’র সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন মৃধা বক্তব্য রাখেন। সাধারণ সভায় আইডিইবি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ