ঢাকা বুধবার, মে ১, ২০২৪
রাজবাড়ীর গান্ধিমারা ও আহলাদীপুরে হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ
  • ফজলুল হক/মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-১৬ ১৪:৫৯:১০
পাংশা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে গতকাল ১৬ই আগস্ট বিকালে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিপিএম-পিপিএম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা হাইওয়ে ও আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে গতকাল ১৬ই আগস্ট বিকালে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  কালুখালী উপজেলার গান্ধিমারা মোড়ে পাংশা হাইওয়ে থানায় ওসি জুয়েল রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিপিএম-পিপিএম, বিশেষ অতিথি হিসেবে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, অন্যান্যের মধ্যে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান, স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জিলাল মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম ও মহাসড়কের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। 
  এরআগে দুপুরে রাজবাড়ী সদর উপজেলাস্থ গোয়ালন্দ মোড়স্থ আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে হাইওয়ে থানা চত্ত্বরে গতকাল ১৬ই আগস্ট দুপুরে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। 
 সভায় প্রধান অতিথি হিসেবে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম-পিপিএম বক্তব্য রাখেন।
  আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সার্জেন্ট জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূঁইয়া, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, হাজী বাবু, হাইওয়ে থানার এসআই মোঃ জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পরিবহন চালক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী করা। বর্তমানে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার অপরিহার্য অংশে পরিণত হয়েছে। পুলিশের সহায়ক ভূমিকা পালন করছে। স্থানীয় অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

রাজবাড়ীর পথে প্রান্তরে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া
রাজবাড়ীতে স্বপ্ন সুপার শপের লাকী কুপন ড্র’তে উপহার পেল ৮ ক্রেতা
সাবেক এমপি রুমা চৌধুরীর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ
সর্বশেষ সংবাদ