ঢাকা মঙ্গলবার, মে ২১, ২০২৪
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৪-৩০ ১৮:৩১:৪৯

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৩০শে এপ্রিল সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামিম শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 এছাড়া সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে করতে সকল ব্যবস্থা, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাট দিয়ে মানুষ যেন নির্বিঘেœ বাড়ি যেতে পারে সেই লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া, পদ্মা নদী, মরা পদ্মা হতে যেন কোন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন না করতে পারে সেই ব্যবস্থা নেয়া, বাজারে দ্রব্যমূল্যের মনিটরিং, অবাধে অতিরিক্ত গতিতে নম্বর বিহীন মোটর সাইকেল বন্ধে ব্যবস্থা, খোল ট্রাকে বালু পরিবহন বন্ধে মোবাইল কোর্ট, পোড়াভিটায় মাদকের ওপর নিয়মিত অভিযান চালিয়ে মাদককারবারী ও সেবীদের গ্রেফতার, চুরি, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়াতে অভিভাবকদের সমন্বয়ে স্কুলে প্রচার প্রচারণা চালানো, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা সহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

গোয়ালন্দে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ
পাংশায় সন্ত্রাসী হামলায় আহত মেম্বার মহিম হাসপাতালে ভর্তি
গোয়ালন্দ পৌর মহাশশ্মানের প্রধান ফটক ও স্নানের বেদী তৈরির ভিত্তিপ্রস্থর উদ্বোধন
সর্বশেষ সংবাদ