স্থানীয় বিএনবিএস ক্লাবের আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল ১৯শে আগস্ট বিকালে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পনিরুজ্জামান পনির, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী খেলায় রাজবাড়ী সদর উপজেলার মেঘলা আকাশ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ফরিদপুরের মধুখালীর রাজীব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।