ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
তদন্তে প্রমাণ মিলেছে বালিয়াকান্দির ধর্মতলা স্কুলে জাতীয় শোক দিবসে হিন্দি গান পরিবেশনের
  • সোহেল মিয়া
  • ২০২২-০৮-১৯ ১৬:১৮:৩৬

গত ১৫ই আগস্ট সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। 

  তদন্তে হিন্দি গান বাজানোর প্রমাণ মিলেছে। বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানান, নজরে আসার পর পরই তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে আহ্বায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল মাহমুদকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে দেন। উক্ত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে তার নিকট প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত কমিটি জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর সত্যতা পেয়েছে। হিন্দি গানের সাথে অংকন ঘোষ নামে এক শিক্ষার্থী নৃত্য করেছিল।
  এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলা পরিলক্ষিত হয়েছে। শীঘ্রই তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ