জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস রাজবাড়ী ও সিবিএ-২০২ এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে খুলনা কর্পোরেট শাখার ডেপুটি ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন লিন্টু, রাজবাড়ী অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী শাখার ম্যানেজার মোঃ মুনতাসির আল মামুন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার পরিতোষ বিশ্বাস ও বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক লিমিটেড রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কাশেম শেখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবু দাউদ হোসেন ও মোঃ মাকসুদুর রহমান শাওন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।