ঢাকা সোমবার, মে ১২, ২০২৫
পদ্মা বহুমুখী সেতুতে দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-২০ ১৭:০৯:২৭
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি গতকাল ২০শে আগস্ট সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নিচে রেল অংশে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।

পদ্মা সেতুতে দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। 
  রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি গতকাল ২০শে আগস্ট সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নিচে রেল অংশে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
  রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সূজন এ সময় বলেন, পদ্মা সেতু চালু হলেও এতদিন মূল সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু করার অনুমতি ছিল না। আমরা এখন সে সুযোগ পেয়েছি। 
  তিনি আরো বলেন, সেতু কর্তৃপক্ষ আমাদের অনুমোদন দেওয়ায় সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু করা হলো। 
  আগামী ডিসেম্বর মাসের মধ্যেই মূল সেতুতে রেল লাইন বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
  মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার। কাজের সুবিধার জন্য এটিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। 
  তিনি জানান, আগামী বছর জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সংযোগ চালু করা সম্ভব হবে। ভাঙ্গা থেকে পুরনো লাইনের মাধ্যমে মানুষ কুষ্টিয়া হয়ে খুলনা পর্যন্ত যোগাযোগ করতে সক্ষম হবে। যদিও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত ধরা আছে। 
  কাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ঢাকা-মাওয়া অংশের কাজের অগ্রগতি ৬৪ শতাংশ। মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি ৮২ শতাংশ এবং ভাঙ্গা-যশোর অংশের অগ্রগতি ৫৩ শতাংশ ও সার্বিক অগ্রগতি ৬২ শতাংশ।
  এক  প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১০০ টি কোচ আসবে। আর এ সকল কোচ দিয়ে ৫টি ট্রেন চালানো সম্ভব হবে।
  পরে মন্ত্রী ভাঙ্গা জংশন স্টেশনে রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন।
  এছাড়াও পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক(অবকাঠামো) মোঃ কামরুল আহসান, প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন, কনস্ট্রাকশন সুপারভিশন সার্ভিস সেনাবাহিনীর কর্মকর্তারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি- ভবিষ্যতেও থাকবো---বিএনপি মহাসচিব
 ‘ব্রেভ নিউ বাংলাদেশ ঃ রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম’ শীর্ষক সেমিনার
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সর্বশেষ সংবাদ