করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৯ই আগস্ট রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার বাসিন্দা ও বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল সাহা নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।
গতকাল ১০ই আগস্ট রাজবাড়ী পৌর মহাশশ্মানে তার মরদেহ দাহ করা হয়। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা ও যুগ্ম-সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।