ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের ২টি মুদী ও ওষুধের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২৮শে আগস্ট অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ এবং প্রতিশ্রুত সেবা না দেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় খানখাানপুর বাজারের শাহাদত স্টোর নামক মুদী দোকানের মালিককে ৪ হাজার টাকা এবং আয়েশা মেডিকেল হল নামক ওষুধের দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।