ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
কাগজপত্র না থাকায় বালিয়াকান্দির ৪টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৮-৩০ ১৬:০৫:৫৭
কাগজপত্র না থাকায় গতকাল ৩০শে আগস্ট বালিয়াকান্দি উপজেলার ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ -মাতৃকণ্ঠ।

কাগজপত্র না থাকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
  গতকাল ৩০শে আগস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সীলগালা করা হয়। 
  এগুলো হলো-বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বালিয়াকান্দি ডায়াবেটিক সমিতি ডায়াগনস্টিক সেন্টার ও জামালপুরের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে। 
  স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির এবং ওসি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ