ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-০৪ ১৫:০৯:৩৬
রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ৪ঠা সেপ্টেম্বর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতাকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র অভিযানে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতা আজিজুল ইসলাম খান(৩৮) গ্রেফতার হয়েছে। 
  গতকাল ৪ঠা সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজুল ইসলাম খান চর নারায়ণপুর গ্রামের মৃত হেকমত আলী খানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ