ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার পাংশা বাজারের স্টেশন রোডের ৩টি ওষুধের ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও প্রতিশ্রুত সেবা না দেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাংশা বাজারের স্টেশন রোডের মেসার্স দাউদ ফার্মেসীকে ৫ হাজার টাকা, বিশ্বাস ফার্মেসীকে ৫হাজার টাকা ও মোল্লা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।