ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
রাজবাড়ী সরকারী গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার-সনদ বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-০৫ ১৪:৫৬:৪১
রাজবাড়ী সরকারী গণগ্রন্থাগারে গতকাল ৫ই সেপ্টেম্বর বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সরকারী গণগ্রন্থাগারে গতকাল ৫ই সেপ্টেম্বর বেলা ১১টায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। 
  সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুস সালাম মন্ডল এবং ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মুজতবা রশীদ আল কামাল।
  আলোচনা পর্বের শেষে অতিথিগণ বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে শিক্ষার্থী ও সর্বসাধারণের অংশগ্রহণে গণগ্রন্থাগার আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ