রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নতুন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল গতকাল ৫ই সেপ্টেম্বর যোগদান করেছেন।
তিনি ৩৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এরআগে তিনি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার জন্মস্থান ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। গতকাল সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি। এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর দুপুরে তিনি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেন। সেখানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী নবাগত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও তাকে ফুলেল অভ্যর্থনা জানায়।
এরপর নবাগত এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল উপজেলা ভূমি অফিসের নিজ দপ্তরে যান। সেখানে উপজেলা, পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে দাপ্তরিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে নবাগত এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল বলেন, আমার অফিস ও আমার অধীনস্থ সকল অফিসে জনসাধারণের ভূমি সেবা নিশ্চিত করতে হবে। কোন অবহেলা, অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয়। আমরা সবাই হালাল রুজি নিয়ে বাঁচতে চাই। সরকারী ফি ছাড়া বাড়তি কোন টাকা পয়সা লেনদেন করা যাবে না। কারো বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তাকে পরিণাম ভোগ করতে হবে বলে হুশিয়ারী দেন তিনি। তিন সকলকে নীতি নৈতিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।