বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ৬ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মোঃ ওয়াজিউল্লাহ মন্টু।
কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অপূর্ব রায় বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসা উপলক্ষে এ রোগের আধুনিকতম গবেষণার সঙ্গে ক্লিনিক্যাল চিকিৎসার বাস্তব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার পথিকৃৎ ছিলেন ডাঃ ইব্রাহিম। ঢাকার সেগুনবাগিচাতে নিজস্ব চিকিৎসা কক্ষে এবং ব্যক্তিগত যন্ত্রপাতি দিয়ে তিনি ডায়াবেটিক চিকিৎসার সূচনা করেছিলেন। প্রাথমিকভাবে মাত্র ২৩ জন রোগীর ওপর গবেষণা ও তাদের চিকিৎসা অগ্রগতি তথা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাত্রা ও পরিস্থিতি পর্যবেক্ষণ ব্যবস্থা তিনি চালু করেছিলেন।
পরে রোগীর সংখ্যা বেড়ে গেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও সমঝোতার মাধ্যমে রোগী রেফার করে চিকিৎসা করতেন। ১৯৮২ সালে যে বিশাল স্থাপনা ক্রমান্বয়ে গড়ে ওঠে, তা পরে ইব্রাহিম সেন্টার তথা অধুনা বারডেম নামে সুনাম ও সুখ্যাতি অর্জন করে।
মোঃ ওয়াজিউল্লাহ মন্টু বলেন, জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যু বার্ষিক উপলক্ষে প্রতিবছরই রাজবাড়ী ডায়াবেটিক সমিতি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকনে। তিনি ছিলেন বাংলাদেশে সত্যিকার অর্থে এমন একজন প্রতিভাধর ব্যক্তিত্ব, যাঁর মধ্যে ছিল বহুমুখী মানবীয় গুণ। তিনি আজীবন নিজেকে জড়িত রেখেছিলেন মানবকল্যাণমূলক বিভিন্ন সামাজিক কর্মকান্ডে। একই সঙ্গে স্বপ্ন দেখা ও সর্বাঙ্গসুন্দরভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করার মোহনীয় ক্ষমতার অধিকারী ছিলেন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম।
হাসপাতালের কো-অডিনেটর মোঃ আইন উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সমিতির যুগ্ম সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম ও নির্বাহী সদস্য আবু দাইয়ান জাহাঙ্গীর বক্তব্য রাখেন।