ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১১ ১৭:৫০:৩৮
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ১১ই আগস্ট বিকালে রাজবাড়ী শহরের বিনোদপুর রাঁধা গোবিন্দ জিউর মন্দিরে আলোচনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে নানা আয়োজনে ভগবান  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১১ই আগস্ট বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে শহরের বিনোদপুর রাঁধা গোবিন্দ জিউর মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কৃষিবিদ অরুণ কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। বিশেষ অতিথি হিসেবে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শ্রীকৃষ্ণ সেবা সংঘের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শিবুপদ বিশ্বাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, রাধা গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার দত্ত, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা ও হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন রাজবাড়ী পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা। 
  বক্তাগণ শ্রীকৃষ্ণের উপর আলোচনা করেন। এছাড়াও রাতে রাঁধা গোবিন্দ জিউর মন্দিরে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে কৃষ্ণ ভক্তগণ এতে অংশগ্রহণ করেন।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ