রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৫টি সরকারী খাদ্য গুদামের মধ্যে ৩টিই ঝুঁকির মধ্যে রয়েছে।
এছাড়া জরাজীর্ণ হয়ে পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার। যা মেরামত করা খুবই জরুরী হয়ে পড়েছে।
জানা যায়, পাংশায় সর্বনি¤œ আড়াই হাজার মেট্রিক টন ও সর্বোচ্চ ৩হাজার ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৫টি সরকারী খাদ্য গুদাম রয়েছে। এর মধ্যে পূর্ব ব্লকে দু’টি ও পশ্চিম ব্লকে ৩টি। পশ্চিম ব্লকের ৩টি গুদামই ঝুঁকিতে রয়েছে। ছাদের বিভিন্ন স্থানে আস্তর খসে পড়ছে। বৃষ্টি বেশি হলে ছাদ চুয়ে গুদামের ভিতরে পানি পড়ে। সানশেড ভেঙ্গে গেছে। গুদাম ভবনের আশপাশে জলাবদ্ধতার কারণে গুদামের ফ্লোর ও ওয়াল নষ্ট হয়ে পড়েছে। এতে গুদামে রক্ষিত খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখা কষ্ট সাধ্য হচ্ছে। ওসিএলএসডির সরকারী বাসভবনসহ কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার জরাজীর্ণ হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
এ ব্যাপারে গতকাল ৭ই সেপ্টম্বর দুপুরে পাংশা সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) মোহাম্মাদ ইব্রাহীম আদম বলেন, বিষয়টি খুবই হতাশাজনক। প্রতি বছর ৩ লাখ ৬৬ হাজার টাকা পৌরকর পরিশোধ করা হয়। কিন্তু সরকারী খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার সেবা থেকে বঞ্চিত। ঝুঁকিতে রয়েছে সরকারী স্থাপনা। গুদামের মধ্য দিয়ে পানি নিষ্কাশনের জন্য বাইরের ব্যবহৃত ড্রেনগুলো ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ক্যাম্পাসটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে গুদামের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। সরকারী খাদ্য গুদামের আশেপাশে জলাবদ্ধতার কারণে খাদ্যশস্যের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঝুঁকিতে থাকা সরকারী খাদ্য গুদাম এবং কর্মকর্তা কর্মচারীদের জরাজীর্ণ কোয়ার্টারসহ সরকারী খাদ্য গুদামের অফিস ভবন, গেইটসমূহ ও বাউন্ডারী ওয়াল মেরামতের জন্য খাদ্য অধিপ্তরের উন্নয়ন ও কারিগরি সেবা বিভাগের সুদৃষ্টি কামনা করেন ওসিএলএসডি মোহাম্মাদ ইব্রাহীম আদম।