ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
কালুখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে মৃগীর সততা আইসক্রিম ফ্যাক্টরীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-০৮ ১৪:৫৪:৫৫
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ৮ই সেপ্টেম্বর কালুখালী উপজেলার মৃগী বাজারের নিউ সততা আইসক্রিম ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারের নিউ সততা আইসক্রিম ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৮ই সেপ্টেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  এ সময়  উৎপাদিত পণ্যে(আইসক্রিম) নিষিদ্ধ রাসায়নিক দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিউ সততা আইসক্রিম ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়। কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ