ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পাংশায় পুলিশের অভিযানে বিদেশী রিভলবারসহ সন্ত্রাসী আকাশ গ্রেপ্তার
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৯-০৯ ১৪:৩৪:৩৩
পাংশার কলিমহর ইউপির দক্ষিণ খোদ্দবসা গ্রামে গত বৃহস্পতিবার দিনগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশী ১টি রিভলবারসহ সন্ত্রাসী আকাশ আলীকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৮ই সেপ্টেম্বর দিনগত রাতে উপজেলার কলিমহর ইউপির দক্ষিণ খোদ্দবসা গ্রামে অভিযান চালিয়ে বিদেশী ১টি রিভলবারসহ অস্ত্রধারী সন্ত্রাসী  মোঃ আকাশ আলী (২০)কে গ্রেফতার করেছে। 
  গ্রেফতারকৃত আকাশ আলীর পিতার নাম আতিয়ার শাহ। তার বাড়ী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ঈশ্বরদী গ্রামে। অস্ত্রধারী সন্ত্রাসী আকাশ আলী কলিমহর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী প্রদীপ গ্রুপের সক্রিয় সদস্য। সে এলাকায় চাঁদাবাজীসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল। 
  জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৯টার সময় পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই তারিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে কলিমহর ইউনিয়নের দক্ষিণ খোদ্দবসা গ্রামের মোঃ জাহিদ হোসেনের বাড়ী সামনে রাস্তার উপর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করে। সে পাংশা থানার মামলা নং-২, তারিখ ৬/৮/২০২২ ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) এর তদন্তে প্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম অরফে আশরাফ(২৯), পিতা মৃত রুহুল আমীন, সাং-হাটবনগ্রাম উত্তরপাড়া(তেনাপেচা) কর্তৃক বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় প্রদত্ত ফৌঃ কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশিত আসামী। আকাশ আলীর দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্সের ফুল প্যান্টের কোমরে গোজা অবস্থায় লোহার তৈরী সিলভার রংয়ের বিদেশী ১টি সক্রিয় ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার উদ্ধার করে পুলিশ।
  আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী আকাশ আলী এবং পলাতক অপর ১জন আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-৭, তাং-৮/৯/২০২২ইং, ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)। পাংশা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন মামলাটি তদন্ত করছে।
  এদিকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আকাশ আলীকে গ্রেফতার করায় স্থানীয় লোকজন থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।
  এলাকাবাসী জানায়, পাংশার কলিমহর ইউপির দক্ষিণ খোদ্দবসা, চর কলিমহর ও বসা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার বিহারিয়া, একতারপুর ও ঈশ্বরদী গ্রাম সীমান্তবর্তী এলাকা। আকাশ আলী তার সহযোগীদের মাধ্যমে অবৈধ অস্ত্র হাত বদল করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, সন্ত্রাসী ও নানাধরণের অপরাধমূলক কার্যকলাপ করত।
  পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ