ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দে ডুবতে থাকা ২জন ছাত্রীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
  • আবুল হোসেন
  • ২০২২-০৯-০৯ ১৪:৩৫:১৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নাজিন উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে গত ৮ই সেপ্টেম্বর গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
  বেলা ১২টার দিকে ছাত্রীদের একটি ইভেন্টের সাঁতার প্রতিযোগিতা চলাকালে পুকুরের মাঝামাঝি গিয়ে একজন ছাত্রী আর সাঁতরাতে না পেরে ‘হেল্প হেল্প’ বলে চিৎকার করে ডুবে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে পুকুর পাড়ে মোতায়েন করে রাখা গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মী শাহরিয়ার আহমেদ পুকুরে ঝাঁপিয়ে পড়ে ওই ছাত্রীসহ কাছাকাছি থাকা আরেক ছাত্রীকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। 
  গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, দুর্ঘটনার ঝুঁকির আশংকায় আমরা আগে থেকেই সাঁতার প্রতিযোগিতার স্থানে ফায়ার সার্ভিসের একটি টিম মোতায়েন করে রেখেছিলাম। উদ্ধারকৃত দুই ছাত্রী সাঁতারে দুর্বল থাকায় মাঝ পুকুরে ডুবে যাচ্ছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের এক সদস্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে উদ্ধার করে।

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ