ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশার বাগমারা সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সোবহান
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৯-১০ ১৪:৩৩:০৫

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সোবাহান (সোহান মাস্টার)। তিনি বাহাদুরপুর ইউপির শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বাহাদুরপুর ডাঙ্গীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী শেখের মেজো ছেলে তিনি। 
  গতকাল ১০ই সেপ্টেম্বর বিদ্যালয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচত হন সোহান মাস্টার। একই সভায় অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি নির্বাচিত হন মামুন অর রশীদ।
  জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টার সময় বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার হেলেনা খাতুন। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল আজিজ, মহিলা অভিভাবক সদস্য শাপলা খাতুন, পুরুষ অভিভাবক সদস্য সাইফুল ইসলাম কলম ও ওয়াসেল আলী, দাতা সদস্য মোফাজ্জেল হোসেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সাবরিন আক্তার, বাহাদুরপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার রেহেলা খাতুন ও বিদ্যোৎসাহী সদস্য আকলিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
  নবগঠিত কমিটি নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সুনাম বজায় রাখার ক্ষেত্রে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ