ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দৌলতদিয়ায় গণি মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৯-১০ ১৪:৩৮:৩৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণি মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণি মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
   গত ৯ই সেপ্টেম্বর বিকালে দৌলতদিয়া হেলিপ্যাডের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মাশরাফি ফ্যান ক্লাব ৯ উইকেটে শিরোনামহীন ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নটআউট থেকে ৯৮ রান করা চ্যাম্পিয়ন দলের ওপেনার মেহেদী হাসান সুজন ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকার ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। 
   উল্লেখ্য, গত বছর দুর্বৃত্তদের গুলিতে খুন হওয়া আওয়ামী লীগ নেতা ও দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গণি মন্ডলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ