রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল ১০ই সেপ্টেম্বর সকালে সামাজিক সম্প্রীতি বিষয়ক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ মিনারের সামনে থেকে র্যালী বের হয়ে দৌলতদিয়া বাজার এলাকা প্রশিক্ষণ করে একই স্থানে ফিরে সমাবেশে মিলিত হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে সমাবেশে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আঃ ছাত্তার ফকির, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মন্ডল, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান।