ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রাজবাড়ীতে গণপূর্ত বিভাগের ঠিকাদারদের মানববন্ধন পালন ও স্মারকলিপি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-১২ ১৩:৫৮:৫৩
ঠিকাদারী কাজে ব্যবহৃত উপকরণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এর সাথে সংগতি রেখে রেট অব সিডিউল পুনঃহালনাগাদ করার দাবীতে গতকাল ১২ই সেপ্টেম্বর বেলা ১১টার দিকে রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেছে গণপূর্ণ বিভাগের ঠিকাদাররা

ঠিকাদারী কাজে ব্যবহৃত উপকরণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এর সাথে সংগতি রেখে রেট অব সিডিউল পুনঃহালনাগাদ করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালন ও স্মারকলিপি প্রদান করেছে গণপূর্ণ বিভাগের ঠিকাদাররা। 
   রাজবাড়ী গণপূর্ত বিভাগ ঠিকাদার এসোসিয়েশনের ব্যানারে গতকাল ১২ই সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে এসোসিয়েশনের সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ঠিকাদার গোলাম কবির, দিলীপ কুমার, আজিজুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, ঠিকাদারী কাজে ব্যবহৃত সব ধরনের উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় নির্ধারিত রেটে কাজ করতে গিয়ে ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে ঠিকাদারী কাজের রেট বাড়ানোর দাবী জানানো হয়। 
   মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।

 

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ