রাজবাড়ীর কালুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শাহ্ মোঃ সজীব।
গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে তিনি এসএসসি ও দাখিল পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে পরীক্ষার সার্বিক হিসেবে মতবিনিময় করেন।
শাহ্ মোঃ সজীব কালুখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০১৬ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে এবং ২০১৯ সালের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সমাপ্ত করেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পূর্বের কর্মস্থলগুলোতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও আমি আমার উপর অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাব।
উল্লেখ্য, কালুখালী উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম উচ্চ শিক্ষার জন্য (ডক্টরেট ডিগ্রী অর্জন) সরকারীভাবে ১ বছরের জন্য ইংল্যান্ডে গেছেন।