শিক্ষার্থীদের বাল্য বিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর পাংশা সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২শে সেপ্টেম্বর সকাল ১০টায় কলেজের সভা কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিধি হিসেবে উপস্থিত থেকে বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার, অপহরণ, নারী নির্যাতন, মাদক সেবন প্রতিরোধ, ইভটিজিং, উন্নয়ন ও দেশ সেবায় নারীদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, কলেজের শিক্ষক মন্ডল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।