ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলার শ্রেষ্ঠ বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-২২ ১৭:২১:৩১

প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দির আম্বিয়া সুলতানা। 
   গতকাল ২২শে সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বধীন বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। 
   এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সফলতা সম্ভব হয়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমি যেন আমার উপরে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও মানবিকতার সাথে পালন করতে পারি।
   উল্লেখ্য, ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আম্বিয়া সুলতানা ২০২০ সালের ১২ই অক্টোবর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেন। তিনি পাবনা জেলার বাসিন্দা এবং ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী। 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ