ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
দৌলতদিয়ায় ঢাকাগামী বাস থেকে ফেনসিডিলসহ ২ যাত্রী গ্রেফতার
  • আবুল হোসেন
  • ২০২২-০৯-২৪ ১৬:১৩:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী একটি বাস থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ ২ যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 
   গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩শে সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া ঘাটের খানকা শরীফের সামনে মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে সাতক্ষীরা থেকে ঢাকাগামী সাতক্ষীরা লাইন পরিবহন নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৫৪২) থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের সোবহান শেখের ছেলে কাশেম শেখ (৪০) এবং যশোর জেলার কোতয়ালী থানার ফতেপুর গ্রামের ওবায়দুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম (২৩)। 
   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতরা যাত্রীবেশে ব্যাগের মধ্যে করে ফেনসিডিলগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা পেশাদার মাদক কারবারী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৪শে সেপ্টেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

রাজবাড়ীর চারটি উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ ও প্রদর্শনীর উদ্বোধন
গোয়ালন্দের প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে অর্থ সহায়তা প্রদান
ঘুরতে বেড়িয়ে পাংশায়  দুই স্কুল ছাত্রী নিখোঁজ
সর্বশেষ সংবাদ