ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
মীনা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-২৪ ১৬:২২:২০

রাজবাড়ীতে নানা আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। 

   এ উপলক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস থেকে প্রথমে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক দিয়ে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বর ও পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন, নৃপেন্দ্রনাথ সরকার, নাসরিন নাহার, শাহীন শেখ, বেড়াডাঙ্গা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, রাজবাড়ী বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মামুনুর রশীদ, শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মীনা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ী পৌরসভা এলাকার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

রাজবাড়ীতে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যের কমিটি ঘোষণা
 রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ