জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২৮শে সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমূর রেজাসহ শিশুরা উপস্থিত ছিলেন ।