ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
২০ কেজির ১টি ওল কচু ৮০০ টাকায় বিক্রি করলেন দৌলতদিয়ার সফল কৃষক হুমায়ন
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৯-৩০ ১৬:৫৫:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সফল কৃষক হুমায়ন ২০ কেজি ওজনের ১টি ওল কচু ৮০০ বিক্রি করেছেন। 
   গত ২৯শে সেপ্টেম্বর দুপুরে তিনি ওল কচুটি গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসে দেখানোর জন্য নিয়ে আসেন। এ সময় এক ব্যক্তি ৪০ টাকা কেজি দরে ৮০০ টাকা দিয়ে সেটি কিনে নেয়। বড় আকারের ওল কচুটি দেখতে ভীড় জমে যায়। অনেকে ওল কচুটি হাতে নিয়ে ছবিও তোলেন।
   কৃষক হুমায়ন বলেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শে কৃষি ফসল ও সবজি আবাদ করে আসছেন। তার ওল কচু চাষের সাফল্য দেখে অনেক কৃষক এখন ওল কচু চাষ করছেন। বর্তমানে লীজ নেয়া প্রায় ২০০ বিঘা জমিতে তার কৃষি প্রজেক্ট রয়েছে। সফল কৃষক হিসেবে তিনি বিদেশ ভ্রমণও করেছেন। 
   গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান বলেন, প্রকল্পের আওতায় কন্দাল জাতীয় ফসল (ওল কচু, গাছ আলু, মিষ্টি আলু, পানি কচু, লতি কচু ইত্যাদি) আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ ও সহযোগিতা করা হচ্ছে। এসব ফসল চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে।  

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ