ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
কালুখালীতে দুর্গা পূজায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং
  • ফজলুল হক
  • ২০২২-০৯-৩০ ১৭:০৬:০৫

রাজবাড়ীর কালুখালীতে দুর্গা পূজায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 
   কালুখালী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকাল ৩টায় কালুখালী থানা সংলগ্ন মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংকালে কালুখালী থানার ওসি নাজমুল হাসান উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য বলেন, আপনারা সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। কোনো অবহেলা করবেন না। দায়িত্ব পালনকালে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করবেন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুনির হোসেন, কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, আনসার ও ভিডিপির প্রশিক্ষক মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 
   উল্লেখ্য, কালুখালী উপজেলার ৫৫টি দুর্গা পূজা মণ্ডপে মোট ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন পিসি, ৫৪ জন এপিসি ও ২৪০ জন আনসার ও ভিডিপি সদস্য রয়েছে। আগামী ৫ই অক্টোবর দুর্গা পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। 

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ