ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কালুখালীতে দুর্গা পূজায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং
  • ফজলুল হক
  • ২০২২-০৯-৩০ ১৭:০৬:০৫

রাজবাড়ীর কালুখালীতে দুর্গা পূজায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 
   কালুখালী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকাল ৩টায় কালুখালী থানা সংলগ্ন মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংকালে কালুখালী থানার ওসি নাজমুল হাসান উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য বলেন, আপনারা সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। কোনো অবহেলা করবেন না। দায়িত্ব পালনকালে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করবেন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুনির হোসেন, কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, আনসার ও ভিডিপির প্রশিক্ষক মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 
   উল্লেখ্য, কালুখালী উপজেলার ৫৫টি দুর্গা পূজা মণ্ডপে মোট ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন পিসি, ৫৪ জন এপিসি ও ২৪০ জন আনসার ও ভিডিপি সদস্য রয়েছে। আগামী ৫ই অক্টোবর দুর্গা পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। 

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ