ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে রাজবাড়ী সদরের উড়াকান্দা বাজারে সচেতনতা সভা
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২২-১০-০৩ ১৪:২১:৫৬

আগামী ৭ই অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 

   ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ৩রা অক্টোবর বিকালে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন, অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এবং জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলার শপথবাক্য পাঠ করান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব। 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ