ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-০৫ ১৪:২৫:১৮

শারদীয় দুর্গা পূজার শেষ দিন (বিজয়া দশমী) ছিলো গতকাল ৫ই অক্টোবর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন কৈলাশে। তাই মণ্ডপে মণ্ডপে উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা ও ঢাকঢোলের বাজনায় দেবী দুর্গার বিদায়ের সুর। তবে দেবীর বিদায়ের কষ্ট ভুলতে এবং হাসিমুখে বিদায় জানানোর জন্য সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা। 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মন্ডপগুলোতে সকাল থেকে সিঁদুর খেলায় অংশ নেন নারীরা। এ সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের মঠমন্দিরে উপস্থিত দীপা সাহা, দ্বিজেন সাহা, ঈশিতা চক্রবর্তী জানান, তারা দেবী দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা যেন স্বামী সংসারে প্রতিটি মুহূর্ত সবাইকে সুখে-শান্তিতে রাখেন। দেশের প্রতিটি মানুষ যেন সুখে-শান্তিতে থাকেন, সেই প্রার্থনাও করেছেন।

 এর আগে পুরোহিতের বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে সকাল ১০টার দিকে দর্পন বিসর্জন করা হয়। এর মধ্য দিয়ে দেবী দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায় লগ্নে অনেক ভক্ত কান্নায় ভেঙে পড়েন। 

  গোয়ালন্দ পৌর উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন জানান, দেবীদুর্গা অশুভ শক্তি অসুরকে দশম দিনে পরাজিত করেন। সেটি পৌরাণিক কাহিনীতে বর্ণনা করা আছে। আজ বিজয়া দশমীতে সারা দেশের ন্যায় গোয়ালন্দেও হিন্দু সম্প্রদায়ের মাঝে বিজয়ের আনন্দ বিরাজ করছে। অন্যদিকে মায়ের বিদায়কালে প্রতিটি ভক্তের মনে বিষাদের বেদনাও বিরাজ করছে। সকালে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এর মধ্য দিয়ে ভক্তদের আশির্বাদ করে দেবী দুর্গা নৌকায় করে আবারও ফিরবেন কৈলাশে। এক বছর পর আবারও তিনি ফিরে আসবেন ভক্তদের মাঝে।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ