রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার শহীদ মিনার এলাকায় শেষ মুহূর্তে জমে উঠেছে শারদীয় দুর্গা পূজার মেলা। নানা ধরনের খাবার, শিশু খেলনা, ফার্নিচার সহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে মেলায়।
জানাগেছে, দুর্গা পূজা উপলক্ষে দৌলতদিয়া বাজার সংলগ্ন শহীদ মিনার এলাকায় ৫ দিন ব্যাপী এ মেলা শুরু হলেও মেলার শেষ দিনে (বিজয় দশমিতে) মেলায় আগতদের কেনা কাটার মহা ধুম পড়ে যায়। এতে মেলাই বিভিন্ন প্রকার দোকানদারা গত চার দিনের তুলনায় মেলার শেষ দিনে তাদের দ্বিগুন বেচাকেনা করছে। মেলা বিভিন্ন প্রকার জিনিস থাকলেও দাম ছিলো অনেকটাই চড়া। ক্রেতারা জিনিস কিনতে একটু হিমসিম খাচ্ছে।
মেলার দোকানদার আমজাদ হোসেন বলেন, গত চার দিনের চেয়ে শেষ দিনে মেলায় ক্রেতাদের আগমন ছিলো বেশি এতে করে আমাদের বেচাকেনা ভালো হয়েছে। মেলায় গত চার দিনে যে বেচাকেনা করেছি শেষ দিনে আজ তার চেয়ে দ্বিগুন বেচা কেনা হয়েছে।
আরেক দোকানদার নিয়ামত আলী বলেন, আজ সকাল থেকেই মেলাই ক্রেতাদের ভিড় ছিলো চোখে পড়ার মত। আমরা মেলায় চার দিনে যে টাকা বেচা কিনা করছি। আজ শেষ দিনে তার চেয়ে দ্বিগুন বেচাকেনা হয়েছে। দোকানে যে সকল মালামল ছিলো তার সব কিছুই বিক্রি হয়েছে। গত বারের চেয়ে এবার মেলায় প্রতিটি দোকানের বেচা কেনা ভালো হয়েছে।
মেলায় আগত গোকুল চন্দ্র পাল বলেন, শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে মেলায় সকল ধর্মের মানুষ এসেছে। মেলায় আগত ক্রেতার সংখ্যা আজ অনেক বেশি। শিশুদের খেলানার দাম অনেক বেশি। গত দুই বছর করোনার কারনে মেলা বসতে পারেনি। এই কারনে এবার মেলায় ক্রেতার সংখ্যা অনেক বেশি।
মেলা কমিটি ও জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি শেখ তোফাজ্জেল হোসেন বলেন, মেলায় গত চার দিনের চেয়ে শেষ দিনে ক্রেতাদের ভিড় ছিলো চোখে পড়ার মত। গেলো বারের চেয়ে এ বছর মেলাই বেচা কেনা অনেক ভালো হয়েছে।