ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দের ২৩টি দুর্গা পূজা মণ্ডপে এমপি কাজী কেরামত আলীর আর্থিক অনুদান প্রদান
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-০৫ ১৪:৩১:৫৩

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ২৩টি দুর্গা পূজা মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। 

  গতকাল ৫ই অক্টোবর দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে উপজেলার ২৩টি দুর্গা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের নিকট ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

  এছাড়াও দুপুর ২টার দিকে গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার বেশ কয়েকটি দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন এমপি কাজী কেরামত আলী। 

   এ সময় তার সাথে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, এমপি কন্যা ও রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ