জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মূল্যায়নে রাজবাড়ী জেলার ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ১ম স্থান অধিকার করেছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ। গতকাল ৬ই অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আবু কায়সার খান উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ও সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।