ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
কালুখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
  • ফজলুল হক
  • ২০২২-১০-০৬ ১৪:১৬:০৩

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
   প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ বরে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল, রতনদিয়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান-সচিব ও ইউডিসি উদ্যোক্তাগণসহ জন্ম-মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ