রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ছোট কলকলিয়া গ্রামের আরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
এ ঘটনায় তিনি গত ৫ই অক্টোবর কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে প্রকাশ, আরিফুল ইসলামের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির উপর নির্মিত বাড়ীর প্রাচীর। গত ৩রা অক্টোবর প্রতিবেশী মৃত রহমত আলীর ছেলে নাজমুল হুদা, আয়ুব আলীর ছেলে আরিফ খা, সোহেলের স্ত্রী ঝর্ণা খাতুন, বাচ্চুর স্ত্রী রানী খাতুনসহ অজ্ঞাত ৫/৭ জন সেই প্রাচীর ভাংচুর করে। এতে তার প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, ছোট কলকলিয়া মৌজার ৯৬ নং খতিয়ানের ৯০৪ নং দাগের আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১২ শতাংশ জমিতে গত ২ মাস পূর্বে আমি সীমানা প্রাচীর নির্মাণ করি। তখন তারা বাধা দেয়নি। ২মাস পরে এসে জোরপূর্বক প্রাচীর ভেঙ্গে দিয়েছে। এ বিষয়ে আমি কালুখালী থানায় একটি অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত সোহেলের স্ত্রী ঝর্ণা খাতুন বলেন, তারা আমাদের জমির উপরে সীমা প্রাচীর নির্মাণ করেছিল। স্থানীয় মেম্বার-চেয়ারম্যান প্রাচীর অপসারণের কথা বললেও তিনি শোনেননি। তাই প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে।