রাজবাড়ী জেলার সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ৮ই অক্টোবর রাত সাড়ে ৮টায় একাডেমী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অন্যান্যের মধ্যে জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নারী নেত্রী এডঃ দেবাহুতি চক্রবর্তী, ফরিদপুরের নাট্য ব্যক্তিত্ব ম নিজাম, কবি সালাম তাসির, নেহাল আহম্মেদ, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, স্বদেশ নাট্যাঙ্গনের অজয়দাস তালুকদার, আজিজুল হক, ইকবাল হোসেন, আহসান হাবীব, রফিকুল ইসলাম, চায়না রাণী সাহা, জান্নাতুল ফেরদৌসী মিমি ও নিলয় সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলা শিল্পকলা একাডেমীর প্রস্তাবিত অডিটোরিয়াম নির্মাণসহ জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।