আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালগাছ প্রতীকে ভোট প্রার্থনা করে বিভিন্ন ইউপি ও পৌরসভায় নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ।
তিনি পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত বর্তমান কমিটির সহ-সভাপতি।
জানা যায়, গত ১০ই সেপ্টেম্বর দলীয় মনোনয়ন লাভের পর ১৫ই সেপ্টেম্বর দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিনিধি দলের সঙ্গে নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন একেএম শফিকুল মোরশেদ আরুজ। মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রথম পর্যায়ে জেলার সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাতে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ। এরপর ২৬শে সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে দ্বিতীয় পর্যায়ে তালগাছ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল ৮ই অক্টোবর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর, ইসলামপুর, জঙ্গল ও নারুয়া ইউপিতে গণসংযোগ করেন একেএম শফিকুল মোরশেদ আরুজ।
গণসংযোগকালে জনপ্রতিনিধিদের কাছে তালগাছ প্রতীকে ভোট প্রার্থনা করে একেএম শফিকুল মোরশেদ আরুজ তার মনোনয়নের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সকলের আন্তরিক সহযোগিতায় বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করবো। এছাড়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ সর্বস্তরের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের দায়িত্ব পালন করবো। দলীয় নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষের মর্যাদা প্রদান করে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার ভিশন বাস্তবায়নে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বালিয়াকান্দির ৪টি ইউপিতে গণসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ।
সফরসঙ্গী হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস এবং পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ দলীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস গণসংযোগের বিষয়ে বলেন, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। আওয়ামী লীগের রাজনীতিতে তাদের পরিবারের সুনাম সর্বজনবিদিত। একদিকে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা, অপরদিকে দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিনিধিদল গণসংযোগ করছেন। প্রচার-প্রচারণা ও গণসংযোগের ফলে তালগাছ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পড়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।