গত বছর ২০২১ সালের ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হয় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভার্চ্যুয়ালী সম্মেলনের উদ্বোধন করেন। প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল(অবঃ) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত এই সম্মেলনে ৭ সদস্যের আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়। এতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে সভাপতি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীকে সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরীকে সহ-সভাপতি, কাজী ইরাদত আলীকে সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু’কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়। এরপর প্রায় এক বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি।