ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
সম্মেলনের ১বছরেও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি
  • হেলাল মাহমুদ
  • ২০২২-১০-০৮ ১৫:০২:৪৯

গত বছর ২০২১ সালের ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হয় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। 

  আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভার্চ্যুয়ালী সম্মেলনের উদ্বোধন করেন। প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল(অবঃ) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত এই সম্মেলনে ৭ সদস্যের আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়। এতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে সভাপতি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীকে সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরীকে সহ-সভাপতি, কাজী ইরাদত আলীকে সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু’কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়। এরপর প্রায় এক বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি।

গোয়ালন্দে সরকারী কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন
রাজবাড়ীর রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় মন্ত্রী জিল্লুল হাকিম
রাজবাড়ী-১ আসনে নৌকা প্রত্যাশী ফ্রান্স প্রবাসী আশরাফুলের পক্ষে দলীয় মনোনয়ন ফরম দাখিল
সর্বশেষ সংবাদ