রাজবাড়ী জেলা ছাত্রলীগের এক বছর মেয়াদী আংশিক কমিটি গতকাল ৮ই অক্টোবর ঘোষণা দেয়া হয়েছে।
এতে রাজবাড়ী পৌর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি শাহিন শেখকে সভাপতি এবং বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া জেলা কমিটির পদ প্রত্যাশী রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তরকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
গতকাল ৮ই অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা করে কেন্দ্রে পাঠাবো। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই কমিটির মাধ্যমে ছাত্রলীগকে আরও শক্তিশালী করে গড়ে তুলবো।
উল্লেখ্য, চলতি বছরের ২১শে জানুয়ারী রাজবাড়ী জেলা ছাত্রলীগের রাজীব-এরশাদের নেতৃত্বাধীন মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। ২০১৬ সালের ২৪শে অক্টোবর ওই কমিটির ঘোষণা দেয়া হয়েছিল।