ঢাকা শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
দৌলতদিয়ায় সারারাত ফূর্তি ঃ পার্কিংয়ে রাখা ডিসকভার মোটর সাইকেল গায়ের!
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-১৩ ১৫:২৬:১৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট(দৌলতদিয়া) রেলস্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ড থেকে গতকাল ১৩ই মার্চ আনুমানিক ভোর ৪টা হতে সকাল ৬টার মধ্যে একটি ডিসকভার মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
 চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কৃষ্ণপুর গ্রামের জুয়েল শেখ(৩৫)। এ ব্যাপারে তিনি গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 অভিযোগ পত্রে ভিকটিম জুয়েল শেখের বর্ণনানুযায়ী জানা যায়, গত ১২ই মার্চ বিকেল ৪ টার দিকে তিনি তার নিজের ব্যবহারকৃত ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল যার রেজিস্ট্রেশন নম্বার মানিকগঞ্জ-হ-১২-৬৫৭২ গাড়িটি রেল স্টেশন সংলগ্ন ইজারাকৃত পার্কিং ইয়ার্ডে টোকেন নিয়ে রেখে যান। পরে তিনি দিনগত রাত শেষে সকাল সাড়ে ৬টার দিকে মোটর সাইকেল আনার জন্য পার্কিং এর দায়িত্বপ্রাপ্তদের কাছে টোকেন দিলে দায়িত্ব প্রাপ্তরা টেকেন অনুযায়ী তার গাড়ি খুঁজে পায় না। 
 এ সময় মোটরসাইকেল হারানোকে কেন্দ্র করে পার্কিং ও স্থানীয় লোকজনের মধ্যে দীর্ঘ সময় ধরে বাক-বিতন্ডের সৃষ্টি হয়। 
 এ ব্যাপারে পার্কিংয়ের দায়িত্বে থাকা মোসলেম শেখ জানান, ভোর রাত ৪টার সময় টোকেন অনুযায়ী আমি গাড়ি মিলিয়ে দেখি সব গাড়ি ঠিক আছে। পরবর্তীতে সকাল সাড়ে ৬টার সময় এসে দেখি তার গাড়ি নাই।
 স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে এসে পার্কিংয়ে অনেকেই রাতে মোটর সাইকেল রেখে যৌনপল্লীতে ফূর্তি করার জন্য যায়। সারারাত যৌনপল্লীতে ফূর্তি করে সকালে পার্কিং থেকে মোটর সাইকেল নিয়ে যার যার গন্তব্যে চলে যায়।
 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বসন্তপুরে দিবালোকে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর-লুটপাট॥থানায় মামলা॥১জন গ্রেফতার
কালুখালী উপজেলায় সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ
 আলাদিপুর বাজারের ঔষধ ব্যবসায়ি ডাঃ ফজলুল হক দেওয়ানের ইন্তেকাল
সর্বশেষ সংবাদ