ঢাকা শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের পক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাংশের মিছিল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১০-২২ ১৫:৫০:৩৯

রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কেএম আজাদুর রহমানকে কর্মস্থলে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে একই কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধনের তিন দিনপর এবার সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের পক্ষে মিছিল করেছে কলেজের শিক্ষার্থীদের একাংশ।
 গতকাল ২২শে অক্টোবর সকাল ১১টায় কলেজের মুক্ত মঞ্চে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের একাংশ।
 জানা গেছে, গত ১৫ই অক্টোবর দুপুরে কলেজের পরীক্ষার ডিউটি চলাকালে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিনকে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আমীর হোসেন ধাক্কা দেন। পরে কুতুব উদ্দিন অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নেন। ওই দিন বিকেল ৪টার দিকে কুতুব উদ্দিন ও জাহাঙ্গীর আলমের সাথে কে এম আজাদুর রহমান অভিযোগ দায়ের করার জন্য যাওয়ার সময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল কলেজের একাডেমিক ভবন-১ এর ২য় তলায় ডাক দিলে তারা সেখানে যান। তখন মোস্তফা কামাল কেএম আজাদুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে ভাবে আঘাত করে। তখন জাহাঙ্গীর আলম আজাদকে বাঁচানোর চেষ্টা করলে মোস্তফা কামাল তাকেও মারধর করে। প্রভাষক আজাদুর রহমানকে লাঞ্চিত করার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা সমালোচনা সমালোচনা শুরু হয়।
 কর্মস্থলে শিক্ষক আজাদুর রহমানকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে মোস্তফা কামালের বিচার চেয়ে গত ১৯শে অক্টোবর মানববন্ধন করে শিক্ষার্থীরা। সেই মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওই মানববন্ধনে শিক্ষার্থীরা মোস্তফা কামালের বিচার দাবি করেন।
 ঠিক তিন দিনপর অভিযুক্ত শিক্ষক মোস্তফা কামালের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীদের একাংশ। ওই মানববন্ধনে শিক্ষার্থীরা রাজবাড়ী সরকারী কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদ সম্পাদক মোস্তফা কামালের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে অনাকাঙ্খিত ঘটনাকে ইস্যু করে তার সম্মান ও রাজবাড়ী জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজবাড়ী সরকারী কলেজের সম্মান নষ্ট করা হচ্ছে বলে দাবি করেন।
 বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 
 বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী রাজিব মোল্লা, আলতাফ হোসেন সাগর, রিয়াজ, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল একই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম আজাদুর রহমানকে কর্মস্থলে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগের বিষয়টি তদন্ত করতে মাউশি থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গত ১৯শে অক্টোবর সরেজমিন কলেজে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

 

ফরিদপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণশুনানী অনুষ্ঠানে সিভিল সার্জন
রাজবাড়ীতে ২১দিনের অভিযানে ৫ কোটি টাকার জাল ধ্বংস॥১৬৪ জেলের বিভিন্ন মেয়াদী কারাদন্ড
 নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ