রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ২৩শে অক্টোবর অভিভাবক সমাবেশ এবং অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিরোদ কান্তি সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইনায়েত কবির, অভিভাবক আব্দুল্লাহ বিশ^াস ও নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী চাঁদনী খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
অভিভাবক সমাবেশ শেষে একই মঞ্চে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিরোদ কান্তি সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ শাজাহান আলী শেখ, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইনায়েত কবির, গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, নিশ্চিন্তপুর মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাজেদুল হক, আব্দুল মজিদ ও মোঃ আইয়ুব আলী প্রমূখ বক্তব্য রাখেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিরোদ কান্তি সরকারকে ফুলেল শুভেচ্ছা, মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল ও বাবুপাড়া ইউপির সাবেক মেম্বার সিরাজুল ইসলাম পেনুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় ও নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


